আমদানি-রপ্তানী বাণিজ্য ডিজিটাল করা সংক্রান্ত সভায় রপ্তানী আয় ফুলিয়ে-ফাঁপিয়ে দেখানো নিয়ে সালমান এফ রহমানের ব্যাখ্যার সাথে একমত হতে পারেননি ব্যবসায়ী নেতারা। গত ২ অর্থবছরে প্রায় ২৩ বিলিয়ন ডলার রপ্তানী আয় বেশি দেখানোর বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতির দাবী, এটা রপ্তানী উন্নয়ন ব্যুরোর একটা হিসাবের ভুলমাত্র। অবশ্য আরেক সংসদ সদস্য এ কে আজাদ বলেছেন, এ ধরনের গড়মিলে দেশের ইমেজ প্রশ্নবিদ্ধ হয়।








