টাঙ্গাইলের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিত্যাক্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ ৪ মার্চ সোমবার বিকেলে নতুন বাসস্ট্যান্ডে পরিত্যক্ত একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে তা জানা যায়নি।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র সহকারী স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ জানান, বিকেলে নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি পরিত্যক্ত বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আগুনের ঘটনায় বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে বাসটিতে কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে।








