রাজধানীর পুরান ঢাকার কবি নজরুল সরকারি কলেজ ও বাহাদুর শাহ পার্কের সামনে সাভার পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ ১৩ ডিসেম্বর বুধবার দুপুরে বাহাদুর শাহ পার্ক ও কবি নজরুল সরকারি কলেজের মধ্যবর্তী রাস্তায় এই ঘটনা ঘটে। এতে বাসের প্রায় ১০ থেকে ১২টি আসন পুড়ে যায়। তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বাসটির চালক রাসেল মিয়া জানান, পেট্রোল পাম্পের সামনেই প্রতিদিন যাত্রী নামাই। আজ পাম্প পার হয়ে যাত্রী নামনোর জন্যে বাসটি থামিয়েছি।
তিনি বলেন, কয়েকজন যাত্রী নামার পর চিৎকার শুনি। পরে দেখি বাসে আগুন। যাত্রীরা দ্রুত নেমে গেলে আশেপাশের মানুষজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বাসে আগুনের খবর শুনে পুলিশ, আনসার ও র্যাবের একটি দল ঘটনাস্থলে আসে। এরপর তাদের কিছুক্ষণ ঘটনাস্থলের অবস্থা পর্যবেক্ষণ করতে দেখা যায়।
ঘটনাস্থলে উপস্থিত সূত্রাপুর থানার ওসি মো. মামুন বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। স্থানীয়রাই আগুন নিভিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটলো তার খোঁজ নিচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।







