ভারতের মধ্যপ্রদেশের গুনায় একটি ট্রাকের সাথে সংঘর্ষের পর বাসে আগুন ধরে ১৩ জন যাত্রী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ১৮ জন।
এনডিটিভি জানিয়েছে, বিজেপি নেতা ধর্মেন্দ্র সিকারওয়ারের মালিকানাধীন বাসটির ফিটনেস এবং বীমার মেয়াদ শেষ হয়ে গেছে এবং ২০২১ সাল থেকে বাসটির ট্যাক্স দেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, গতকাল রাত সাড়ে ৮টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটি প্রায় ৩০ জন যাত্রীসহ গুনা থেকে আরোনের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং এতে আগুন ধরে যায়।
গুনা পুলিশের কর্মকর্তা বিজয় কুমার খত্রী বলেন, এটি দ্রুত গতিতে ট্রাকের সাথে ধাক্কা খায়। আমরা ঘটনাস্থল থেকে ১৩টি মৃতদেহ উদ্ধার করেছি এবং ১৪ জন আহত যাত্রীকে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ঘটনাটিকে ‘হৃদয় বিদারক’ বলে অভিহিত করে বলেছেন, তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। দায়ীদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে। আমরা চেষ্টা করব যাতে এমন ঘটনা আর না ঘটে। আমরা বাসের পারমিট এবং কীভাবে দুর্ঘটনা ঘটল সে সম্পর্কে তথ্য জানার চেষ্টা করছি।
মোহন যাদব নিহতদের পরিবারকে ৪ লক্ষ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন।








