প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজা পড়াবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি।
রয়টার্স জানিয়েছে, আজ ৩১ আগস্ট বৃহস্পতিবার ইরানের রাজধানী তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। শুক্রবার রাজধানীর কাতারের দোহায় দাফন সম্পন্ন করা হবে।
হানিয়ার হত্যাকাণ্ডের জন্য ইসরাইলকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। চলছে তিন দিনের রাষ্ট্রীয় শোক। ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি।
ইরানের তেহরানে গত বুধবার গুপ্ত হামলায় নিহত হন প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। ইরানের নতুন প্রেসিডেন্টে মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন তিনি।
তেহরানে তার আবাসস্থলে হামলার শিকার হয়ে একজন দেহরক্ষীসহ প্রাণ হারান তিনি।









