চ্যানেল আই-এর স্পোর্টস এডিটর সাইদুর রহমান শামীমের বাসায় চুরির ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে রাজধানীর উত্তরার ৬ নম্বর সেক্টরের ৮ নং বাসায় এ ঘটনা ঘটে। চুরির ঘটনায় রোববার দুপুরে উত্তরা পূর্ব থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
জানা যায়, অজ্ঞাতনামা চোরের দল ওই সাংবাদিকের মোবাইল, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।এদিন ওই ভবনের আরও একটি ফ্ল্যাটেও একইভাবে চুরির ঘটনা ঘটে।
সাংবাদিক সাইদুর রহমান শামীম জানান, শনিবার ভোর ৪টার পর এই চুরির ঘটনা ঘটে।সেসময় চোরের দল চারটি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন: তারা বিষয়টি নিয়ে কাজ করছেন। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হবে।








