হায়দরাবাদে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে হেরে পয়েন্ট টেবিলের নিচের দিকে নামার দুঃসংবাদ আগেই পেয়েছে ভারত। দলটি পেল আরেকটি দুঃসংবাদ। ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহকে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেয়া হয়েছে।
৩০ বর্ষী পেসারকে ম্যাচসেরা ব্যাটার ইংল্যান্ডের অলি পোপের সাথে শারীরিক সংঘর্ষের জন্য শাস্তি দেয়া হয়েছে। গত ২৪ মাসে বুমরাহ’র এটি প্রথম ঘটনা। ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের শাস্তি মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ঘটনাটি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৮১তম ওভারের সময়কার। ১৯৬ করা পোপ তখন বুমরাহ’র একটি বল অফে ঠেলে রান নেয়ার জন্য দৌড়ান। ম্যাচে ৬ উইকেট নেয়া বুমরাহ ইচ্ছাকৃত অলির পথে দাঁড়িয়ে ছিলেন। পরে হালকা সরে গেলেও পোপের সাথে শারীরিক সংঘর্ষ ঘটে।
ঘটনাকে স্বাভাবিকভাবে নেননি ইংলিশদের ২৬ বর্ষী ব্যাটার। ঘটনার পর তিনি অনফিল্ড আম্পায়ারদের সাথে বিষয়টি নিয়ে কথা বলেন, সাথে সাথেই বুমরাহ হাত উঁচু করে দুঃখ প্রকাশের ভঙ্গি করেছিলেন। তাতে কাজ হয়নি! শাস্তিতেই এসে ঠেকল বিষয়টি।







