অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্সের অপেক্ষার পালা শেষ হচ্ছে। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কয়েকমাস পুনর্বাসনে থাকা জাসপ্রীত বুমরাহ এখন পুরোপুরি ফিট। সব ঠিক থাকলে সোমবার রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ দিয়ে চার মাস পর খেলতে নামবেন ৩১ বর্ষী তারকা পেসার।
বুমরাহর ফেরা প্রসঙ্গে মুম্বাই কোচ মাহেলা জয়াবর্ধনে বলেছেন, ‘বুমরাহ অনুশীলন করেছে। বেঙ্গালুরু ম্যাচে খেলবে। আগেরদিন রাতে দলে যোগ দিয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পরীক্ষা দিয়ে ছাড়পত্র পেয়েছে। আমাদের ফিজিও তার দেখভাল করবে। তবে প্রথমদিন অনুশীলনে দেখে তাকে ভালো লেগেছে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজের পঞ্চম টেস্টে পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। তারপর থেকে খেলতে পারেননি। প্রথমে মনে করা হয়েছিল অস্ত্রোপচার করাতে হবে। শেষপর্যন্ত করাতে হয়নি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পুনর্বাসনে সুস্থ হয়ে উঠেছেন তিনি।
মাঝে দেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারেননি। তাকে ছাড়াই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আইপিএলের চলতি আসরে মুম্বাইয়ের প্রথম চার ম্যাচেও খেলতে পারেননি বুমরাহ।









