জানুয়ারি থেকে পিঠের চোটে ভুগছেন জাসপ্রিত বুমরাহ। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় আইপিএলের প্রথমদিকে কিছু ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে পারবেন না ভারতের ডানহাতি পেসার। এপ্রিলের প্রথম দিকে দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে তার।
মার্চে মুম্বাই ইন্ডিয়ান্সের তিনটি খেলা রয়েছে। এসময় বিসিসিআইয়ের মেডিকেল টিম থেকে ছাড়পত্র নিতে হবে তাকে। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সিলেন্সি থেকে ছাড়পত্র দেয়া হবে ৩১ বর্ষী তারকাকে।
গত বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচের দ্বিতীয় দিন থেকে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন বুমরাহ। জানুয়ারিতে ওই ঘটনার পর ফেব্রুয়ারি-মার্চে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ছাড়াই দুবাইতে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০২৩ সালের মার্চে অস্ত্রোপচার হওয়ার পর এই প্রথম বাদ পড়েছেন তিনি।
মুম্বাই আইপিএল সূচিতে ২৩ মার্চ চেন্নাইয়ে খেলবে স্বাগতিক সুপার কিংসের বিপক্ষে। ২৯ মার্চ আহমেদাবাদে দলটির খেলা রয়েছে গুজরাট টাইটান্সের সাথে এবং ৩১ মার্চ কলকাতায় কেকেআরের বিপক্ষে খেলবে ইন্ডিয়ান্সরা।









