ইংল্যান্ডে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটিতে নেমেছিল ভারত। পিছিয়ে থেকেও রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের সেঞ্চুরিতে ড্র করে সিরিজ বাঁচিয়ে রাখে টিম ইন্ডিয়া। সফরকারীরা ওভালে বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী ও শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংলিশদের। সেই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে জাসপ্রীত বুমরাহকে।
ভারতীয় সংবাদমাধ্যমে খবর, দলের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বুমরাহর পিঠের চোট নিয়ে ঝুঁকি না নিতেই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই মেডিকেল টিম। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের সঙ্গে সমন্বয় করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
প্রথম টেস্টের পর ৭ দিনের বিশ্রামে ছিলেন বুমরাহ। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের ম্যাচে ছিলেন না তিনি। লর্ডসে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনে নেন ৫ উইকেট। চতুর্থ টেস্টে নিষ্প্রভ ছিলেন ডানহাতি পেসার। এক ইনিংসে বোলিংয়ের সুযোগ পেয়ে ৩৩ ওভারে ১১২ রান দিয়ে ২ উইকেট পান ৩১ বর্ষী পেসার। সিরিজে ১৪ উইকেট নেন বুমরাহ। মোহাম্মদ সিরাজও নেন ১৪ উইকেট।
ম্যানচেস্টার টেস্টে ড্রর পর ভারতের কোচ গৌতম গম্ভীর বলেছিলেন বুমরাহ শেষ টেস্টের জন্য প্রস্তুত। কিন্তু তার দুদিন পর ভারত তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। বুমরাহর পরিবর্তে দলে ওভাল টেস্টে দেখা যেতে পারে আকাশ দীপকে। চতুর্থ টেস্টে ছিলেননা ডানহাতি পেসার আকাশ।









