দীর্ঘসময় ধরে ফুটবল উপভোগ করেছেন তিনি। গ্লাভস হাতে দীর্ঘ ২৮ বছরের ক্যারিয়ারে পেয়েছেন অনেক সুখস্মৃতি, রয়েছে আক্ষেপও। দেশের হয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপাও। সব পেরিয়ে ৪৫ বছর বয়সে অবসরের সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন।
শৈশবের ক্লাব পারমার জার্সিতেই শেষ ম্যাচ খেলেছেন বুফন। ১৯৯৫ সালে পারমার জার্সিতে শীর্ষ পর্যায়ের ক্যারিয়ার শুরু করেন তিনি। ২০০১ পর্যন্ত ছিলেন সেখানে। ২০২১ সালে ফের পারমায় ফেরেন তিনি। সেখান থেকেই ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন কিংবদন্তি এই গোলরক্ষক।
ইতোমধ্যেই পারমাকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন বুফন। কিংবদন্তির সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে চুক্তি বাতিলের সকল প্রস্তুতি সম্পন্নও করে ফেলেছে ক্লাব কর্তৃপক্ষ। এমনকি বুফনকে দলে ভেড়াতে চেষ্টা করেছিল সৌদি লিগের বিভিন্ন ক্লাব। তবে, সব প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন তিনি।
২০০১ সালে পারমা ছেড়ে জুভেন্টাসে যোগ দেন বুফন। তুরিনের বুড়িদের হয়ে খেলেছেন টানা ১৭ বছর। ২০০১ সাল থেকে ২০১৮ পর্যন্ত ছিলেন ক্লাবটিতে। ২০০৬ সালে অনিয়মের দায়ে ২য় বিভাগে নেমে যায় জুভেন্টাস। সেবছর জুভেন্টাসের সকল তারকা ক্লাব ছেড়ে গেলেও থেকে যান বুফন। আলেসান্দ্রো ডেল পিয়েরোকে নিয়ে জুভেন্টাসকে শীর্ষ বিভাগের ফুটবলে ফিরিয়ে আনেন। একইবছর ইতালির হয়ে জিতেন বিশ্বকাপ শিরোপা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার অতিমানবীয় পারফর্ম্যান্সে চতুর্থ বিশ্বকাপের দেখা পায় ইতালি।
২০১৮-১৯ মৌসুমে এক বছরের জন্য ফরাসি ক্লাব পিএসজিতে যান তিনি। ২০১৯ সালে ফের জুভেন্টাসে ফিরে আসেন তিনি। দুই বছর কাটিয়ে ২০২১ সালে ফিরে যান শৈশবরে ক্লাব পারমায়।
ইতালির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০১৮ পর্যন্ত মোট ১৭৬ ম্যাচ খেলেছেন বুফন। ক্লাব ক্যারিয়ারে খেলেছেন ৯৭৫ ম্যাচ। ফুটবলের প্রায় সব শিরোপা জেতা বুফন অবশ্য জিততে পারেননি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এই আক্ষেপ নিয়েই অবসরে যাচ্ছেন তিনি।
অবসরের পরেও ফুটবলের সাথেই থাকছেন বুফন। ফুটবল ইতালিয়া জানিয়েছে, ইতালি জাতীয় ফুটবল দলের ম্যানেজার পদে যোগ দিচ্ছেন তিনি। চলতি বছরের শুরুতে আরেক কিংবদন্তি ফুটবলার জিয়ানলুকা ভিয়াল্লির মৃত্যুর পর থেকেই পদটি খালি আছে। এবার সেখানে বসতে চলেছেন বুফন।







