Site icon চ্যানেল আই অনলাইন

বাজেটে যুদ্ধের আঁচ থেকে বাঁচার কৌশল জানাবেন অর্থমন্ত্রী

আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার ব্যয় পরিকল্পনা তুলে ধরবেন তিনি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ থেকে গা বাঁচিয়ে কিভাবে অর্থনীতিকে বেগবান করা যায় বাজেট বক্তৃতায় তার কৌশল জানাবেন অর্থমন্ত্রী।

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন মনে করছেন, করোনাকালে প্রবাসীরা রেকর্ড পরিমাণ আয় পাঠিয়ে যে শক্তিশালী রিজার্ভ গড়ে দিয়েছেন তা দিয়ে যুদ্ধকালীন অনিশ্চয়তা মোকাবেলা সহজ হবে।

বাম্পার বোরো উৎপাদন, আর সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনায় দক্ষতাও মজবুত ভিত গড়ে দিয়েছে। এখন কেবল দরকার সরকারি ব্যয়ে সংযত হওয়া।

বাজেটে যুদ্ধের আঁচ থেকে বাঁচার কৌশল জানাবেন অর্থমন্ত্রী

Exit mobile version