অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এবারের বাজেটে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ।
রোববার (২২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট পাস পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে বাজেট পাশ করা হয়েছে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেয়া হয়েছে।
রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়।
আগামী ১ জুলাই থেকে নতুন বাজেট কার্যকর হবে এবং এতে বড় কোনো পরিবর্তন আসেনি। তবে সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত অর্থ বা কালোটাকা সাদা করার সুবিধা প্রত্যাহার করা হয়েছে। নতুন বাজেটে অন্তবর্তীকালীন সরকারের লক্ষ্য ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন।
বাজেট ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেবে এবং বিদেশি উৎস থেকে ১ লাখ ১ হাজার কোটি টাকা সংগ্রহ করবে।
এবার সংসদ কার্যকর না থাকায় বাজেট আলোচনার পরিধি সীমিত ছিল। অর্থ বিভাগের ওয়েবসাইটে জনমতের সুযোগ রাখা হয় এবং কিছু চেম্বার ও ব্যবসায়ী অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে মতামত জানিয়েছে। অর্থ উপদেষ্টার সঙ্গে কয়েকটি সংগঠনের বৈঠকও অনুষ্ঠিত হয়।









