পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্বাস্থ্যের অবস্থা আশঙ্কাজনক তবে স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার রাতে ভেন্টিলেশনে দেওয়ার পর থেকে তার অবস্থার আর অবনতি হয়নি। সিটি স্ক্যান রিপোর্ট বিশ্লেষণের পর ফুসফুসে সংক্রমণের মাত্রা বুঝে মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবে। শনিবার বিকেলে গুরুতর শ্বাসকষ্ট ও রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার উপসর্গ নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য।
বুদ্ধদেব ভট্টাচার্যের অসুস্থতার খবর শুনে হাসপাতালে ছুটে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিপিএমের নেতারা।
টানা পাঁচ দশক ভারতের বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বুদ্ধদেব। সিপিএমের পলিটব্যুরো সদস্য ছিলেন তিনি। ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিতি আছে তার।







