শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি, শান্ত খান ও নিশাত সালওয়া অভিনীত নতুন ছবি ‘বুবুজান’। শামীম আহমেদ রনীর পরিচালনায় ২১ টি সিনেমা হলে চলছে ভাই ও বোনের সম্পর্কের গল্পে নির্মিত এ ছবি। সেই সঙ্গে আছে নারী নির্যাতনের প্রেক্ষাপট।
ঢাকার শ্যামলী, বিডিআর, গীত সংগীত, চিত্রামহল, সৈনিক ক্লাব, যশোরের মনিহার, চট্টগ্রামের সিনেমা প্যালেস, বরিশালের অভিরুচিসহ মোট ২১ সিনেমা চলছে বুবুজান।
মাহিয়া মাহি বলেন, এ ধরনের গল্পে আগে অভিনয় করিনি। আমার বিশ্বাস, সিনেমাটি দেখার পর সবাই একটা ভালো কিছু নিয়ে ফিরবেন। সুন্দর একটা মেসেজ আছে সিনেমার গল্পে।
শান্ত খান বলেন, নায়ক মান্না স্যার আম্মাজান সিনেমায় যেমন মায়ের জন্য পাগল ছিলেন, এই সিনেমায় আমি বুবু বলতেই পাগল। সিনেমার গল্পে আমাকে প্রতিবাদী এক ভাইয়ের ভূমিকায় দেখা যাবে। আর সালওয়া আমার নায়িকা। বেশ যত্ন নিয়ে কাজটি করেছেন আমাদের পরিচালক রনী ভাই।
শাপলা মিডিয়া প্রযোজিত ছবিটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন নিশাত সালওয়া। তিনি জানান, ছবির গল্পটি সুন্দর। দর্শকদের ভালো লাগবে বলেই বিশ্বাস।







