প্রখ্যাত চলচ্চিত্রকার, শিক্ষক বিটিভি’র সাবেক প্রোগ্রাম ম্যানেজার হায়দার রিজভী আর নেই। রবিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর। ১৯৬৭ সালে বিটিভিতে কর্মজীবন শুরু করেন তিনি। লন্ডনে উচ্চতর ডিগ্রি এবং পোল্যান্ড ফিল্ম স্কুলে চলচ্চিত্র নিয়ে পড়াশুনা করেন হায়দার রিজভী।
পোলিশ ভাষায় ‘নার্সারী রাইন্ ‘ এবং ‘প্রাসিয়ান অফিসার’ নামে দুটি চলচ্চিত্র নির্মাণ করে সাড়া ফেলেন তিনি। এছাড়াও তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন স্পিলবার্গ, রোমান পোলানস্কি, আন্দ্রে ভাইদা, লার্স ভন তিয়ারের মতো বিশ্বখ্যাত নির্মাতাদের সঙ্গে।
৩৫ বছর পর দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়, পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করতেন হায়দার রিজভী।
রবিবার জোহরের নামাজের পর নাখালপাড়া ইস্পাহানি কলোনি মসজিদে তার নামাজে জানাজা হয়।









