আসছে বসন্তে পূর্ণ দল নিয়ে ফিরে আসার ঘোষণা দিয়েছে বিশ্ববিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। আনুষ্ঠানিক এই ঘোষণায় দলটি জানায়, ২০২৬ সালের বসন্তে পূর্ণ সদস্য নিয়ে ফিরছে। দলটি নতুন অ্যালবাম প্রকাশ ও বিশ্বভ্রমণের পরিকল্পনা নিয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) অনলাইন ফ্যান প্ল্যাটফর্ম উই ভার্স-এ ৩০ মিনিটের একটি লাইভে এ ঘোষণা দেন আরএম, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জাংকুক।
২০২২ সালের সেপ্টেম্বরের পর মঙ্গলবারের এই লাইভটি ছিল একসঙ্গে ‘বিটিএস’-এর সাত সদস্যের প্রথম সম্প্রচার!
ব্যান্ড সদস্য আরএম বললেন,“আমরা আগামী বসন্তে একটি নতুন গ্রুপ অ্যালবাম প্রকাশ করার পরিকল্পনা করছি। জুলাই থেকেই আমরা সবাই একসঙ্গে প্রস্তুতি শুরু করব। যেহেতু এটি একটি পূর্ণ-দলীয় অ্যালবাম, এতে আমাদের প্রত্যেকের চিন্তা ও আবেগ প্রতিফলিত হবে। আমরা যেন আমাদের শিকড়ে ফিরে যাচ্ছি, এমন মনোভাব নিয়ে কাজ শুরু করছি।”
লাইভে আরএম আরও জানান,“এই অ্যালবামের সঙ্গে একটি বিশ্বভ্রমণ কনসার্ট ট্যুরও হবে। আমরা বিশ্বের নানা প্রান্তে যাব, তাই সবাই অপেক্ষা করুন।”
ব্যান্ডটির নতুন অ্যালবামটি হবে ২০২২ সালের সংকলন অ্যালবাম ‘প্রুফ’ এবং ২০২০ সালের স্টুডিও অ্যালবাম ‘বি’–এর পর তাদের প্রথম পূর্ণ অ্যালবাম। বিটিএস সর্বশেষ পারফর্ম করে অক্টোবর ২০২২–এ বুসানে একটি কনসার্টে, এরপর বিগহিট মিউজিক ঘোষণা দেয় যে সব সদস্য বাধ্যতামূলক সামরিক সেবা পালন করবেন।
দক্ষিণ কোরিয়ায় ১৮–২৮ বছর বয়সী সকল সক্ষম পুরুষকে ১৮ মাসের সামরিক দায়িত্ব পালন করতে হয়। যদিও ২০১৯ সালে বিতর্ক শুরু হয় বিটিএস–কে এই নিয়ম থেকে অব্যাহতি দেওয়া উচিত কি না, কারণ তারা দেশের অর্থনীতি ও বৈশ্বিক পরিচিতিতে অসাধারণ অবদান রেখেছে। পরে ২০২০ সালে আইন সংশোধন করে বিশ্ব স্বীকৃত কে-পপ তারকাদের ৩০ বছর বয়স পর্যন্ত সামরিক সেবা বিলম্ব করার সুযোগ দেয় কোরিয়া।
এরমধ্যে সবাই সামরিক ট্রেনিং সম্পন্ন করেছেন। গেল বছরে জিন, জে-হোপ শেষ করলেও গেল মাসে (জুন) সামরিক ট্রেনিং শেষ করেন আরএম, ভি, জিমিন, জাংকুক এবং সুগা। –ইন্ডিপেন্ডেন্ট.ইউকে








