চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী ২২ বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করেছে।
আজ (১৩ আগস্ট) বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এবং ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে মেইন পিলার ৭৬ সংলগ্ন শূন্য রেখায় এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৬ বিজিবির দর্শনা আইসিপি ক্যাম্প কমান্ডার এবং ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন।
বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী জানান, হস্তান্তরকৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন। এরা পূর্বে বিভিন্ন সময় বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ ও হায়দ্রাবাদের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সমঝোতা ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতার অংশ হিসেবেই এ ধরনের পতাকা বৈঠকের মাধ্যমে অনুপ্রবেশকারীদের হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এই উদ্যোগ দুই বাহিনীর মধ্যে আস্থা ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজিবি আরও জানিয়েছে, হস্তান্তরপ্রাপ্ত ব্যক্তিদের প্রাথমিক যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









