কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বড় ভাই মোস্তাক আহমদ (৪৫) বটি দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ছোট ভাই বেলাল হোসেনকে (৪০) হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় পৈত্রিক বসতবাড়িতে ঘর নির্মাণকে কেন্দ্র করে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম রাস্তার পাড়ায় ওই ঘটনা ঘটে।
খুরুশকুল ইউপি পরিষদের সাবেক নারী সদস্য সাজেদা বেগম বলেন, দীর্ঘদিন ধরে পৈত্রিক বসতভিটা নিয়ে মোস্তাক ও বেলালের মধ্যে বিরোধ চলছিল। এই কারণে বৃহস্পতিবার ছোট ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে বড় ভাই মোস্তাক।
ওয়ার্ড ইউপি সদস্য এম. জানে আলম বলেন, তারা তিন ভাই। বাবা মারা যাওয়ার পরে তাদের বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরফলে বেলাল ২ নম্বর ওয়ার্ডে গিয়ে আলাদা বসবাস শুরু করে। কিন্তু অর্থনৈতিক টানাপোড়ানে পরে সেখানকার জায়গাটুকু বিক্রি করে ফেলে বেলাল। পরে নিজের বাবার ভিটেতে বাড়ি করার কাজ শুরু করেন। এতে বাধা দেয় বড় ভাই মোস্তাক। গত বুধবার এব্যাপারে আমাকে মৌখিকভাবে অবহিত করেন বেলাল। আমি তাকে বিষয়টি সুষ্ঠুভাবে সমাধান করার আশ্বাস দেই। কিন্তু বৃহস্পতিবার দু’ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে দেখি বেলাল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি পৈত্রিক সম্পত্তির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। আমরা অভিযুক্ত বড় ভাইকে ধরতে অভিযান চালাচ্ছি।








