কিশোরগঞ্জের হোসেনপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সাহেদল ইউনিয়নের উত্তর কুড়িমারা গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত ১৩ বছর বয়সী আরমান হোসেনপুর উপজেলার কুড়িমারা গ্রামের মো. মান্নান মিয়ার ছেলে এবং নিহত ৮ বছর বয়সী তন্নয় একই গ্রামের নয়ন মিয়ার ছেলে। শিশু দুজন সম্পর্কে চাচাতো ভাই-বোন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, দুপুরের দিকে আরমান ও তন্নয় একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতার না জানায় একপর্যায়ে পানিতে ডুবে যায়। পরে পুকুরে থাকা অন্যরা বিষয়টি বুঝতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পানি থেকে দুজনকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।







