৩৪ বছর পর ইংলিশ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন হ্যারি ব্রুক। ডাবল সেঞ্চুরি করেছেন জো রুট। মুলতান টেস্টে পাকিস্তান বোলারদের উপর তাণ্ডবই চালিয়েছেন দুই ইংলিশ ব্যাটার। ৮ শতাধিক রান করে শান মাসুদদের সামনে চ্যালেঞ্জ ছুঁড়ে আসে ইংল্যান্ড। ২৬৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে নেমে খেই হারিয়েছে পাকিস্তান। স্বাগতিকদের ৬ উইকেট তুলে নিয়ে চতুর্থ দিন শেষে রাজত্ব দখলে অলি পোপদের।
মুলতানে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। আবদুল্লাহ শফিক, শান মাসুদ ও সালমান আঘার সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৫৬ রান করে পাকিস্তান। জবাবে নেমে ৭ উইকেটে ৮২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ২৬৭ রান সামনে রেখে দ্বিতীয় ইনিংসে নেমে ৬ উইকেটে ১৫২ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে পাকিস্তান। ১১৫ রানে পিছিয়ে থেকে পঞ্চমদিনে ব্যাটে নামবেন সালমান আঘা (৪১) এবং আমের জামাল (২৭)।
মুলতানে তৃতীয় দিনেই সেঞ্চুরির দেখা পান হ্যারি ব্রুক ও জো রুট। ৩ উইকেটে ৪৯২ রানে তৃতীয় দিন শেষ করেছিল ইংল্যান্ড। চতুর্থ দিনে রুট ১৭৬ এবং ব্রুক ১৪১ রানে শুরু করেন। এরপর তাণ্ডবই চালান। চতুর্থ উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডও গড়েন। রুট-ব্রুক জুটি ৫২২ বল মোকাবেলা করে ৪৫৪ রান তোলেন। সালমান আলী আঘার বলে ২৬২ রানে আউট হলে এ জুটি থামে ৪৫৪ রানে।
টেস্টে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের জুটি ছিল ৪৪৯। এ জুটি গড়েছিলেন অস্ট্রেলিয়ান দুই ব্যাটার অ্যাডাম ভোজেস এবং শন মার্শ, ২০১৫ সালে হোবার্টে করেছিলেন এ কীর্তি। তাদের ছাড়িয়ে যান রুট-ব্রুক জুটি। ইংল্যান্ডের হয়ে আগের সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৪১১ রানের। ওই রেকর্ডটিও হয়েছিল চতুর্থ উইকেট জুটিতে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৯৫৭ সালে পিটার মে এবং কলিন কাউড্রে এজবাস্টনে এ রেকর্ড গড়েছিলেন।
রুট ২৬২ রানে সাজঘরে ফিরে গেলেও ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন ব্রুক। ব্রুকের ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরিতে আরেকটি রেকর্ড হয়েছে। ৩৪ বছর পর প্রথম ইংলিশ ব্যাটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির দেখা পেয়েছেন ব্রুক। ট্রিপল সেঞ্চুরি পাওয়া ষষ্ঠ ইংল্যান্ড ব্যাটার ব্রুক। টেস্টের ইতিহাসে এটি দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরি।
৩২২ বলে ৩১৭ রান করে সাইম আয়ুবের বলে শান মাসুদের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ব্রুক। পরে চা বিরতির কিছুক্ষণ আগে ৮২৩ রানে ইনিংস ছাড়ে ইংল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে নেমে চা বিরতির আগেই ১ উইকেট হারায় পাকিস্তান। পরে দিনের শেষ সেশনে আরও পাঁচ ব্যাটারকে হারায়। ৮২ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর সালমান ও আমের দিন শেষ করেন।
ইংলিশদের হয়ে গাস অ্যাটকিনসন ও ব্রাইডান কার্সে দুটি উইকেট নেন।









