সাত নবজাতককে হত্যা এবং হাসপাতালের আরও ছয় শিশুকে হত্যা চেষ্টার ঘটনায় ব্রিটিশ নার্সকে দোষী সাব্যস্ত করে আজীবন কারাদণ্ড দিয়েছেন ব্রিটেনের একটি আদালত।
বিবিসি জানিয়েছে, লুসি লেটবি নামের ওই নার্স আজীবন কারাভোগ করবেন এবং তার প্যারোলে মুক্তির কোন সুযোগ নেই।
আদালতের বিচারক জেমস গস বলেন, এটি ছিল শিশু হত্যার একটি নিষ্ঠুর প্রচারণা। লুসি যা করেছেন তা শিশুদের লালন-পালন এবং যত্ন নেওয়ার স্বাভাবিক মানবিক প্রবৃত্তির সম্পূর্ণ বিপরীত। রোগীদের সেবায় যারা কাজ করেন তাদের প্রতি সব ব্রিটিশ নাগরিকের যে বিশ্বাস রয়েছে তার চরম লঙ্ঘন করেছেন লুসি।
তবে এই বিচার প্রক্রিয়া চলার সময় লুসি দাবি করেছেন তিনি শিশুদের কোন ক্ষতি করেননি। একে সুষ্পষ্ট মিথ্যাচার বলেছেন বিচারক। লুসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি আপনার বাকি জীবন কারাগারে কাটাবেন। আপনি যা করেছেন তার জন্য আপনার মধ্যে কোন অনুশোচনা নেই।
২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের কাউন্টেস অফ চেস্টার হাসপাতালের নবজাতক ইউনিটে কর্মরত অবস্থায় লুসি ওই শিশুদের হত্যা ও হত্যাচেষ্টা করেছিলেন। সে সময় হাসপাতালে শিশুদের মৃত্যু হার বেড়ে যাওয়ায় বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। পরে তারা আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানালে ২০১৭ সালের মে মাসে তদন্তে নামেপুলিশ। এ ঘটনায় ২০১৮ সালে লুসিকে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি। এরপর ২০১৯ সালে আবারো তাকে গ্রেপ্তার করা হয়।
৩৩ বছর বয়সী লুসি লেটবি যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় জীবিত নারী যাকে এই সাজা দেওয়া হয়েছে।








