আমরা যুক্তরাজ্যের সাথে ভালো সম্পর্ক চাই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তবে এই সম্পর্ক তাদেরও চাইতে হবে। একপক্ষের চাওয়াতে ভালো সম্পর্ক হয় না।
বুধবার (৪ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্রিটিশ পার্লামেন্টের আলোচনায় দেখানোর চেষ্টা করা হয়েছে ৫ আগস্টের পর বেশি মৃত্যু হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। এই তথ্যটি ব্রিটিশ হাইকমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
তিনি বলেন, যেভাবে এটাকে প্রকাশ করা হয়েছে, তা একেবারেই সঠিক নয়। এত শিক্ষার্থীর মৃত্যুর কথাও এতে উল্লেখ নেই।
এসময় ভারতের সাথে বৈঠকের বিষয়ে তিনি বলেন, একদিন আগে হতে পারে ভারত ও বাংলাদেশের পররাষ্ট্র সচিবপর্যায়ের বৈঠক।









