ব্রিসবেনে অভিষেকে অস্ট্রেলিয়ার ইনিংস ওপেন করতে নেমেছিলেন ১৯ বর্ষী কনস্টাস। হঠাৎ দেখা যায় বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে স্কুপ খেলার চেষ্টা করছেন। প্রথমবার সফল না হলেও পরেরবার সফল হয়েছেন বুমরাহকে বাউন্ডারি মেরে। এরপর সিরাজ বা আকাশ দীপ, কাউকেই ছাড় দেননি।
অফসাইডে বা অনসাইডে এমন আরও কিছু শট, কাভার ড্রাইভ বা স্ট্রেইট ড্রাইভ খেলার পর পুরো স্টেডিয়াম মেতে ওঠে অভিষিক্ত স্যাম কনস্টাসের ব্যাটিং মুগ্ধতায়। তার এমন ব্যাটিং দেখে মনেই হয়নি প্রথমবাব অজিদের হয়ে মাঠে নেমেছেন। ফিল্ডিংয়ে নেমেও দর্শকদের মাতিয়ে রাখতে দেখা গেছে তাকে। কনস্টাসের এমন শরীরী ভাষা নিয়ে মেন্টর শেন ওয়াটসন বলেছেন, তাকে এভাবেই তৈরি করা হয়েছে।
অজিদের বিশ্বজয়ী সাবেক ওয়াটসন বলেছেন, ‘আমি বুঝতে পেরেছিলাম তার পরিকল্পনা কী ছিল, সেটা ছিল মূলত পরিকল্পনার প্রথম অংশ বা প্লান ‘এ’। কয়েক ওভার পর যখন সে প্লান ‘বি’ নিয়ে কাজ শুরু করে, আমরা বেশ বিস্মিত হয়েছিলাম। কিন্তু একটি জিনিস যা আমরা সবসময় বলেছি তা হল তার উপর বিশ্বাস রাখা।’
প্রথম ম্যাচেই এমন দ্রুত মাঠ মাতিয়ে নেয়ার ক্ষমতা সম্পর্কে ওয়াটসন বলেন, ‘কনস্টাসের সাথে কাজ করার অভিজ্ঞতা বেশ, সে শান্ত প্রকৃতির। সে গভীরভাবে চিন্তা করে এবং কম কথা বলে। তবে স্পষ্টতই আমরা টেস্ট ম্যাচে যা দেখেছি তা হল সে একেবারেই একজন শোম্যান।’
‘আমি অভিজ্ঞতা থেকে জানি, নিজের উপর অনেক চাপ দেখবেন, কারণ আপনার স্বপ্ন দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, ব্যাগি গ্রিন পরা। কিন্তু স্যাম এমন অতিমানবীয় যে, তার কাছে কিছুই মনে হয়নি। দেখবেন তার উপর কোনো চাপ পড়েনি।’
‘এটা স্পষ্টতই বলে দিয়েছে যে তিনি কে। এবং আবারও বলছি, আমি তার সেই নার্ভাস দিকটি দেখিনি। বিষয়টি এমন দেখায় যে, সে এ পর্যায়ের জন্য তৈরি হয়েছে যেখানে বেশিরভাগ খেলোয়াড় এ সময়টাতে কিছুটা সময় নেয়। সে স্পষ্টতই এ বিষটিতে উন্নতি করবে।’









