মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ব্রিকস জোটের দেশগুলোর বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন। তার দাবি, ব্রিকস দেশগুলো মার্কিন ডলারের ওপর আক্রমণ করছে; তাই এই জোটে থাকা বা এতে যোগ দেওয়া দেশগুলোর পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করবে।
আজ ১৫ অক্টোবর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার হোয়াইট হাউসে আর্জেন্টিনার প্রধানমন্ত্রী হাভিয়ের মাইলির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, আমি ডলারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছি। যারা ডলারের সঙ্গে বাণিজ্য করতে চায়, তারা সুবিধা পাবে। কিন্তু যারা ব্রিকসের সঙ্গে যুক্ত থাকবে, তাদের আমরা শুল্ক দিতে বাধ্য করব।
বৈঠকে ট্রাম্প আর্জেন্টিনার অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রশংসা করেন এবং মাইলির সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের আগ্রহ ব্যক্ত করেন। তবে ব্রিকস ইস্যুতে তিনি স্পষ্ট সতর্কবার্তা দেন, যুক্তরাষ্ট্রের মুদ্রাকে দুর্বল করার চেষ্টা করলে তার ফল ভুগতে হবে। ব্রিকস কোনো অর্থনৈতিক সহযোগিতা নয়, এটি ডলারের বিরুদ্ধে একধরনের কৌশলগত জোট। তাই আমি বলেছি—এই খেলায় যে নামবে, তাকে শুল্ক দিতে হবে।
বর্তমানে ব্রিকস জোটে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ২০২৪ সালে এতে যুক্ত হয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। আর চলতি বছরই (২০২৫) ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে সদস্যপদ লাভ করে।









