ভারত সফরে প্রথম টেস্ট হেরে দ্বিতীয় টেস্টেও ঘুরে দাঁড়াতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ। ভারতের প্রথম ইনিংসে করা ৫১৮ রানের বিশাল সংগ্রহের জবাবে ফলোঅনে পড়েছে ক্যারিবীয়রা। প্রথমদিনে শতক তোলা যশ্বী জয়সওয়াল ১৭৫ রানের ইনিংস খেলেছেন। ম্যাচ চলাকালীন ভারত ওপেনারের সাথে দেখা হয় ক্যারিবীয় কিংবদন্তি ব্রায়ান লারার। তখন মজার ছলে ক্রিকেটের বরপুত্র ভারত ওপেনারকে বলেন, ক্যারিবীয় বোলারের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করো না।
২২ চারে ২৫৮ বলে ১৭৫ রানের ইনিংস খেলেছেন জয়সওয়াল, স্ট্রাইক রেট ৬৭.৮২। প্রায় দেড়দিন তার ব্যাটিং রাঙিয়েছে দিল্লি টেস্ট। বড় ইনিংসে কাটা হতে পারেননি কোন ক্যারিবীয় বোলার। ইনিংস থামে রানআউটে। দ্বিতীয় দিনের খেলা শেষ করে যখন জয়সওয়াল কথ্র বলছিলেন, তখন লারার সাথে তার কথা হয়।
ক্যারিবীয় কিংবদন্তি মজার ছলে জয়সওয়ালকে বলেছেন, ‘আমাদের বোলারের বাজেভাবে মেরো না।’
জয়সওয়াল বলেছেন, ‘আমি সবসময় দলকে প্রথমে রাখি, আমি কীভাবে আমার দলের জন্য খেলতে পারি এবং সেই মুহূর্তে আমার দলের জন্য কী গুরুত্বপূর্ণ আমি সবসময় সেটাই করার চেষ্টা করি।’
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টেও বাজে অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ভারতের ৫১৮ রানে ইনিংস ঘোষণার পর তৃতীয় দিনে ফলোঅনে পড়েছে সফরকারীরা। এখনও ৯৭ রানে পিছিয়ে আছে রোস্টন চেজের দল।









