Site icon চ্যানেল আই অনলাইন

‘দ্য মামি’র শুটিং-এ প্রায় মরতে বসেছিলেন ফ্রেজার

১৯৯৯ সালের ‘দ্য মামি’ ছবিতে হলিউড অভিনেতা ব্রেন্ডন ফ্রেজারের অভিনয় দর্শকের মনে এখনও জীবন্ত। কিন্তু এই নিখুঁত অভিনয় করতে গিয়ে অভিনেতার পোহাতে হয়েছে দুর্ভোগ।

শুটিং সেটে একাধিকবার আহত হয়েছেন, করতে হয়েছে অনেকগুলো অস্ত্রোপচারও। এমনকি মৃত্যুর মুখ থেকেও ফিরে আসার অভিজ্ঞতাও হয়েছে তার।

দ্য কেলি ক্লার্কসন শো-তে সম্প্রতি অংশ নিয়েছেন ব্রেন্ডন ফ্রেজার। সেখানেই ‘দ্য মামি’ ছবিতে শুটিং-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। ব্রেন্ডন ফ্রেজার জানান, শুটিংয়ে একদিন এক দৃশ্যে পায়ের আঙুলে ভর করে দাঁড়িয়ে ছিলেন অভিনেতা। গলায় পেঁচানো ছিল রশি। স্টান্ট কোঅরডিনেটর দড়ি টেনে অভিনেতাকে ওপরে তুলেন, কিন্তু নামাতে কিছু সময় দেরি করে ফেলেন। এতে দম বন্ধ জ্ঞান হারিয়ে ফেলেন অভিনেতা। পরে যখন জ্ঞান ফিরে আসে তখন দাঁতে দাঁত লেগে গিয়েছিল অভিনেতার।

অভিনেতা জানান, এই ছবির শুটিং-এ একাধিকবার আহত হয়েছেন তিনি। শরীরের ওপর ধকল গেছে খুব। একাধিক অস্ত্রোপচার করতে হয়েছে। ছবির প্রতি এতটাই সিরিয়াস ছিলেন অভিনেতা যে ঝুঁকি নিয়ে ভাবেননি।

স্টিফেন সোমারস পরিচালিত ফ্যান্টাসি অ্যাকশন-হরর ফিল্ম ‘দ্য মামি’। ছবিটি পুরো বিশ্বে আয় করেছে ৪১৫,৯ মিলিয়ন ডলার। ব্রেন্ডন ফ্রেজার ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাচেল ওয়েইজ, জন হান্না, আর্নল্ড ভসলু, জোনাথন হাইডে এবং কেভিন জে ও’কনর।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Exit mobile version