স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতা দিবস ও মাস উপলক্ষে ১৫০ দিনের কর্মসূচি ঘোষণা করেছ গণস্বাস্থ্য নগর হাসপাতালে। সাধারন মানুষের মধ্যে স্তন ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো, প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সময়মতো চিকিৎসা গ্রহণে উদ্বুদ্ধকরণ এই কার্যক্রমের অন্যতম উদ্দেশ্যে এই কর্মসূচি পালিত হবে।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের উদ্যোগে ২০১৩ সাল থেকে বাংলাদেশে ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এ বছর ফোরামের ৪৬টি সংগঠন যৌথভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন ১৫০ দিনের কর্মসূচি ঘোষণা করে এর বিশদ তুলে ধরেন।
এসময় বক্তব্য রাখেন সিওসি ট্রাস্টের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব আবুল কালাম আজাদ, বিশিষ্ট নারী অধিকার নেত্রী ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি শিরীন পারভীন হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আয়ুব, কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্টের চেয়ারপার্সন অধ্যাপক সারিয়া তাসনিমসহ বিভিন্ন স্বাস্থ্য ও নারী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার জানান, দেশে প্রতিবছর গড়ে নতুন করে প্রায় ১৩ হাজার নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন। ৬ হাজারেরও বেশি নারীর মৃত্যু হচ্ছে। তবে প্রাথমিক পর্যায়ে স্তন ক্যান্সার দ্রুত সনাক্ত ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের পাশাপাশি সুচিকিৎসা গ্রহণ করলে এ ক্যান্সারে আক্রান্ত শতকরা ৯৫ ভাগ রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব।
এমন বাস্তবতায় স্তন ক্যান্সার সম্পর্কে প্রয়োজনীয় জনসচেতনতার অভাব, সরকারি ও বেসরকারি পর্যায়ে চিকিৎসা সুবিধার অপ্রতুলতা এবং ব্যয়বহুল হওয়ায় অধিকাংশ রোগীর চিকিৎসা বিলম্বিত হচ্ছে জানানো হয় অনুষ্ঠানে। এ বাস্তবতায় ১৫০ দিনের কর্মসূচির অন্যতম শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধানমণ্ডি ৬ নম্বর রোডে গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালে প্রাথমিক স্ক্রিনিং চালু থাকবে।
এই কাজে প্রয়োজনে আল্ট্রাসনোগ্রাম, কোর বায়োপ্সি, এফএনএসি ও অন্যান্য পরীক্ষাও স্বল্প খরচে করা যাবে।
এছাড়াও লালমাটিয়া বি-ব্লকে (৭/৯) কমিউনিটি অনকোলজি সেন্টারে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফ্রি প্রাথমিক স্ক্রিনিং (ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন) করা যাবে। স্ক্রিনিং এর মাধ্যমে প্রাথমিক অবস্থায় স্তন ক্যান্সার নির্নয় হলে গরিব রোগীদের কমিউনিটি অনকোলজি সেন্টার ট্রাস্ট ১৫ জনকে সহায়তা দিবে।









