স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের আইকনিক ‘৯ নম্বর’ জার্সি পেলেন ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক ফিলিপে। যে জার্সি গায়ে জড়িয়ে লস ব্লাঙ্কোসদের হয়ে খেলেছেন এন্ড্রিকের স্বদেশী কিংবদন্তি রোনালডো নাজারিও। পরেছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। রিয়ালে এসে প্রথমে জার্সিটি গায়ে জড়ান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী।
রিয়ালের হয়ে সর্বশেষ ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা খেলেছেন একই জার্সিতে। ‘৯ নম্বর’ পরেই একসময় মাঠ মাতাতেন রিয়ালের আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো।
ফ্রান্সের ক্লাব পিএসজি থেকে ২০২৪ সালে উড়িয়ে আনা হয় কাইলিয়ান এমবাপেকে। স্পেনিয়ার্ড ক্লাবটিতে এসে তিনিও প্রথমে গায়ে জড়ান আইকনিক ‘৯ নম্বর’ জার্সিটি। গ্রীষ্মের দলবদলে রিয়ালের হয়ে সবচেয়ে বেশি শিরোপাজয়ী ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ পাড়ি জমান ইতালির জায়ান্ট এসি মিলানে। ১০ নম্বর জার্সিতে রিয়ালের হয়ে প্রতিনিধিত্ব করতেন তিনি।
মদ্রিচের প্রস্থানেই আইকনিক ‘১০ নম্বর’ জার্সিতে আগামী মৌসুম থেকে দেখা যাবে ফ্রান্স তারকা এমবাপেকে। এরপর থেকে ‘৯ নম্বর’ জার্সিটি কে পাবেন এ নিয়ে স্প্যানিশ গণমাধ্যমে ঝড় ওঠে।
স্পেনিয়ার্ড তারকা গঞ্জালো গার্সিয়া ও এন্ডরিক দুজনই জার্সিটির যোগ্য দাবিদার। রিয়ালে আরও চার বছরের চুক্তি বাড়িয়েছেন গার্সিয়া। তবে তিনি আগের জার্সিতেই (৩০ নম্বর) খেলবেন। আর ৯ নম্বর জার্সিটি পেলেন ১৯ বর্ষী এন্ড্রিক।

রিয়াল মাদ্রিদের অফিশিয়াল পেজ থেকে ইতিমধ্যে এন্ড্রিকের নামখচিত জার্সির একটি ছবিও প্রকাশ করা হয়েছে। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমে কয়েকদিন ধরেই আলোচনা ছিল, ২০২৫-২৬ মৌসুম শুরুর আগে রিয়াল ছেড়ে যাবেন এন্ড্রিক। যদিও তিনি নিশ্চিত করেছিলেন ধারে কোথাও যাওয়ার পরিকল্পনা করেননি।
২০২৪ সালের গ্রীষ্মে ব্রাজিলের ক্লাব পালমেইরাস থেকে এন্ড্রিককে দলে আনে রিয়াল। তাকে দলে আনতে ক্লাবটির গুণতে হয় ৬০ মিলিয়ন ইউরো। স্পেনিয়ার্ডদের হয়ে সবমিলিয়ে ৩৭ ম্যাচ খেলেছেন এন্ড্রিক। ৭ গোল করেছেন, অ্যাসিস্ট একটি।









