২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ ম্যাচ জয়ের পর সেলেসাওদের নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। হারের পর এক ব্রাজিলিয়ান সমর্থক লিখেছেন ভিনিসিয়াস জুনিয়রকে ব্যালন ডি’অর দিলে তা খেলাধুলার ইতিহাসে সবচেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য হবে।
রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার ক্লাবের হয়ে যতটা উজ্জ্বল জাতীয় দলে ততটাই অনুজ্জ্বল। লাতিন অঞ্চল থেকে বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হারের ম্যাচে খুব একটা পারফরম্যান্স দেখাতে পারেন ২৪ বর্ষী তারকা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘আমরা এমন কাউকে ব্যালন ডি’অর জিততে দেখতে চাই না যে জাতীয় দলের প্রতিটি ম্যাচে ভুতের মত অদৃশ্য থাকে। ব্যালন ডি’অরে এমন হলে সেটা হবে খেলাধুলার ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ।’
আরেক সমর্থক লিখেছেন, ‘এটা বাড়াবাড়ি নয়, ভিনিসিয়াস ক্লাব ফুটবলের তুলনায় জাতীয় দলে আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সবচেয়ে বাজে খেলোয়াড়। আমরা ভবিষ্যতে ব্যালন ডি’অর জয়ীর কথা বলছি। সে ব্রাজিলের জন্য কখনও পারফর্ম করেনি। এ অবস্থায় ব্রাজিল তাকে কিভাবে খেলায়?’
ব্রাজিলের আরেক সমর্থক লিখেছেন, ‘ম্যাচে ব্রাজিলের কাছে বল ছিল ৭০ শতাংশের বেশি। কিন্তু ভিনিসিয়াস সবমিলিয়ে মোট ৩৭ বার বলে পা ছুঁইয়েছে যা উদ্বিগ্নের বিষয়। বিষয়টি এমন না যে, তিনি চেষ্টা করছেন কিন্তু কাজ হচ্ছে না। সে আসলে খেলার মধ্যেই নেই।’
ফিফার লাতিন অঞ্চলের বাছাইয়ে পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল। মোট ১০ ম্যাচ খেলা সেলেসাওদের পয়েন্ট ১০, সবার উপরে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এরপর আগামী মাসে চিলি ও পেরুর সঙ্গে লড়বে ব্রাজিল।









