গ্রুপপর্বে টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। সে কারণে কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে নামা হচ্ছে না তারকা ফরোয়ার্ডের। সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে নতুন পরিকল্পনা সাজাতে হবে কোচ ডোরিভাল জুনিয়রের।
রোববার টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে নামবে ব্রাজিল ও উরুগুয়ে। নেভাডার লাস ভেগাসে অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচ।
লাতিন অঞ্চলের দুদলের মুখোমুখিতে অবশ্য অর্জনের পাল্লাটা ভারী ব্রাজিলের। এখন পর্যন্ত ৭৯বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-উরুগুয়ে। সেলেসাওদের ৪০ জয়ের বিপরীতে উরুগুয়ের জয় ২২টিতে। বাকি ১৭ ম্যাচ হয়েছে ড্র। কোপা আমেরিকায় প্রতিবেশী দুই রাষ্ট্র ২৬বার প্রতিদ্বন্দ্বিতা করেছে। ব্রাজিল ও উরুগুয়ে সমান ১১ ম্যাচে জয়ের স্বাদ নিয়েছে। বাকি ৪ ম্যাচ ড্রয়ের মুখ দেখেছে।
গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৮৩ মিনিটে হলুদ কার্ড দেখেছিলেন ভিনিসিয়াস। তার জোড়া গোলে ওই ম্যাচে ৪-১ ব্যবধানে জিতেছিল ব্রাজিল। গ্রুপপর্বের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে সপ্তম মিনিটে বাজেভাবে হামেস রদ্রিগেজকে ফাউল করায় তাকে কার্ড দেখান রেফারি। তাতে কোয়ার্টারে নিষিদ্ধ হয়ে যান তিনি।
ভিনিসিয়াসের অনুপস্থিতে অবশ্য শুরুর একাদশে সুযোগ মিলবে স্যাভিনহো মোরেইরার। আক্রমণভাগে শুরুর দিকে রদ্রিগো, লুকাস পাকুয়েতা ও রাফিনহাতেই ভরসা রাখবেন ডোরিভাল। পরবর্তীতে এনড্রিক ফিলিপে, এভানিলসন লিমা তো আছেনই।
কোয়ার্টারে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন বেকার, ওয়েন্ডেল বোর্জেস, মার্কুইনহোস, এডের মিলিতাও, দানিলো, জোয়াও গোমেস, ব্রুনো গুইমারায়েস, স্যাভিনহো মোরেইরা, লুকাস পাকুয়েতা, রাফিনহা ও রদ্রিগো।









