উত্তেজনাপূর্ণ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে কোপা আমেরিকা শেষ হয়েছে ব্রাজিলের। মাঠে দুদল খুব একটা সুবিধা করতে পারেনি। দুদলই শারীরিক শক্তি প্রদর্শন করেছে। গোলহীন ম্যাচের পর কৈশোর না পেরোনো সেলেসাও তারকা এন্ড্রিক বলেছেন, তারা বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে চান।
নির্ধারিত সময় গোলশূন্যের পর টাইব্রেকারে ৪-২ গোলে হারের পর রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার অপেক্ষায় থাকা সেন্টার ফরোয়ার্ড এন্ড্রিক বলেছেন, ‘আমরা ব্রাজিলকে শীর্ষে ওঠাতে চাই। এরজন্য আমরা কাজ করে যাবো এবং বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতি গ্রহণ করব।’
‘আমরা জানি এখন আমাদের জন্য কঠিন সময়। কিন্তু তারপরও আমরা সকল ব্রাজিলিয়ানের সমর্থন আশা করছি।’
ফুটবলের আন্তর্জাতিক কোনো আসরে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে ব্রাজিলের এটি টানা দ্বিতীয় বিদায়। ২০২২ সালে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এগিয়ে থেকেও ক্রোয়েশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেলেছিল সবচেয়ে বেশি বিশ্বকাপ জেতা দলটি।
পুরো ম্যাচে বেশি মারমুখী আচরণ ছিল উরুগুয়ের, যাতে দুদল মোট ৪১টি ফাউল করেছে। এরমধ্যে ২৬টি ফাউল করেছে উরুগুয়ে এবং ব্রাজিলের ফাউল সংখ্যা ১৫টি। শেষদিকে এসে উরুগুয়ের মিডফিল্ডার নাহিতাস নান্দেজ লাল কার্ড দেখেন।









