গত সোমবার ব্রাজিল জাতীয় দলের কোচ হয়েছেন কার্লো আনচেলত্তি। কোচ হয়ে মাদ্রিদে বসেই দল গোছানো শুরু করেছেন এ ইতালিয়ান। ব্রাজিলের গণমাধ্যমে খবর, কোচিং স্টাফে সহকারী হিসেবে দেশটির সাবেক বিশ্বজয়ী কাকাকে চাচ্ছেন আনচেলত্তি।
আনচেলত্তির সঙ্গে কাকার সম্পর্ক বেশ ভালো। এসি মিলানে তার কোচিংয়ে খেলেছেন কাকা। সাবেক শিষ্যকে সহকারী হিসেবে চান আনচেলত্তি। কাসেমিরোকেও ব্রাজিল দলে ফিরিয়ে আনতে চান তিনি।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন কোচ হিসেবে আনচেলত্তির নাম ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে কাকা লিখেছিলেন, ‘আপনাকে অনেক স্বাগতম, মিস্টার!’
সবকিছু ঠিক থাকলে ২৬মে ব্রাজিলের দায়িত্ব নেবেন ৬৫ বর্ষী আনচেলত্তি। তার দশদিন পর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে ব্রাজিল।
ব্রাজিল পাঁচ বিশ্বকাপের শেষটি জিতেছে ২০০২ সালে। সেই দলের অন্যতম সদস্য কাকা। তাকে কোচিং স্টাফে পেলে ব্রাজিলের ফুটবল সংস্কৃতি বুঝতে সুবিধা হবে আনচেলত্তির। রিয়ালে তার সহকারী ছিলেন ছেলে ডেভিড আনচেলত্তি আলোচনায় আছে আগামী মৌসুমে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের প্রধান কোচ হতে পারেন ডেভিড।









