সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। সেজন্য চমক রেখে স্কোয়াড দিয়েছে দেশটি। কোচ ডোরিভাল জুনিয়রের দলে ডাক পেয়েছেন ১৭ বর্ষী ফরোয়ার্ড এস্তেভাও উইলিয়ান।
৬ সেপ্টেম্বর উরুগুয়ের বিপক্ষে ও ১০ সেপ্টেম্বর প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। শুক্রবার ২৩ সদস্যের দল দিয়েছেন ডোরিভাল। কোপা আমেরিকার স্কোয়াডে থাকা বেশ কয়েকজনকে রাখেননি। বাদ পড়েছেন ডগলাস লুইস ও রাফিনহার মতো তারকা।
পালমেইরাসে দারুণ পারফরম্যান্স করে অনূর্ধ্ব-১৭ দল থেকে জাতীয় দলে এসেছেন এস্তেভাও। ১৮ বছর পূর্ণ হলে ২০২৫ সালে স্থায়ীভাবে চেলসিতে যোগ দেবেন তিনি। চলতি বছরে ১৯টি ম্যাচ খেলে ৫টি করে গোল ও অ্যাস্টিট করেছেন তরুণ ফরোয়ার্ড। পাশাপাশি আরেক আনক্যাপড লুইস হেনরিক সুযোগ পেয়েছেন।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ব্রাজিল। এ অঞ্চলে ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলবে।
বাছাইয়ে ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, এডেরসন মোয়ারেস, বেন্টো।
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুটো, গুয়েলহার্মে অ্যারানা, ওয়েন্ডেল বোর্জেস, লুকাস বেরালদো, মার্কুইনহোস, এডের মিলিতাও, গ্যাব্রিয়েল ম্যাগালহেস।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারায়েস, জোয়াও গোমেস, আন্দ্রে, লুকাস পাকুয়েতা, গের্সন।
ফরোয়ার্ড: রদ্রিগো, এনড্রিক ফিলিপে, স্যাভিনহো মোরেইরা, ভিনিসিয়াস জুনিয়র, এস্তেভো উইলিয়ান, পেদ্রো, লুইস হেনরিক।









