২০২৬ ফুটবল বিশ্বকাপ গড়াবে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। এ বিশ্বকাপের ফাইনালে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের আগে এমন ঘোষণা দিয়েছেন দলটির কোচ ডোরিভাল জুনিয়র। এমনকি তা লিখে রাখতেও বলেছেন তিনি।
ব্রাজিল কোচ বলেছেন, ‘আমরা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে খেলব। আমরা ফাইনালিস্ট হব। আমি যখন এটা বলছি এটা লিখে রাখতে পারেন। আমার কোনো সন্দেহ নেই। আমরা সেখানে থাকব।’
গত জানুয়ারিতে দলের দায়িত্ব নিয়েছেন ডোরিভাল জুনিয়র। ২০২২ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তিতের শিষ্যদের।
এরপর অর্ন্তবর্তীকালীন সময়ের জন্য দলের দায়িত্ব নিতে নিয়েছিলেন র্যামন মেনেজেস। এরপর ফের্নান্দো দিনিজের উপর দায়িত্ব ছিল ২০২৩ সালের জুলাই পর্যন্ত। দায়িত্ব নেয়ার পর ডোরিভাল কোপা আমেরিকার আসর পেলেও কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল।









