মৌসুমের চতুর্থ এল ক্ল্যাসিকোতে বার্সেলোনার কাছে হেরেছিল রিয়াল মাদ্রিদ। এর ২৪ ঘণ্টার মধ্যে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের নতুন কোচ ঘোষণা করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সংবাদমাধ্যমের সূত্র অনুসারে, ২৬ মে থেকেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ২০২৬ সাল পর্যন্ত তার সাথে চুক্তি করেছে ব্রাজিল এবং তিনি হতে যাচ্ছেন দেশটির চতুর্থ বিদেশি কোচ।
আনচেলত্তি হতে যাচ্ছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের চতুর্থ বিদেশি ও প্রথম ইতালিয়ান কোচ। এর আগে ইউরোপের পাঁচ দেশের ক্লাবের হয়ে সাফল্য পেয়েছেন লস ব্লাঙ্কোস কোচ। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ক্লাব বিশ্বকাপ জয়ের পাশাপাশি চারবার বিশ্বের সেরা কোচ নির্বাচিত হয়েছেন ৬৫ বর্ষী এ ইতালিয়ান। মৌসুম শেষে রিয়ালের দায়িত্ব ছেড়ে ব্রাজিলে যাবেন আনচেললত্তি।
আগামী জুনে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন কোচ আনচেলত্তি।
ব্রাজিলের প্রথম বিদেশি কোচ উরুগুয়ের রোমান প্লেটারো। ১৯২৫ সালে সেলেসাওদের দায়িত্ব নিয়েছিলেন তিনি। সেবার তিন দলের কোপা আমেরিকা (সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) আসরে রানার আপ হয়েছিল ব্রাজিল, চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
জর্জে গোমেস ডি লিমা ব্রাজিল জাতীয় দলের ইতিহাসের দ্বিতীয় বিদেশি কোচ। পর্তুগালের এ নাগরিক ১৯৪৪ সালে ব্রাজিলের দায়িত্ব গ্রহণ করেন। জর্জের অধীনে ব্রাজিল দুটি ম্যাচ খেলে যেখানে উরুগুয়ের বিপক্ষে ৬-১ ও ৪-০ গোলে জিতেছিল।
ব্রাজিল বিদেশি কোচের অধীনে সবশেষ খেলেছিল ১৯৬৫ সালে। সেবার ব্রাজিলের ডাগআউট সামলেছিলেন আর্জেন্টিনার ফিলিপ নুনেজ। ব্রাজিল ফুটবলের ইতিহাসে একমাত্র আর্জেন্টাইন কোচ নুনেজ। তার প্রথম আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিল জিতেছিল ৩-০ গোলে।









