২০২৬ বিশ্বকাপে খেলতে আর একটি ড্র প্রয়োজন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। উরুগুয়ের বিপক্ষে জয়ের পর এবার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। ম্যাচের আগে কথা বলেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তিনি পেরু বা বলিভিয়ার বিপক্ষে যেমন খেলেন, ব্রাজিলের বিপক্ষেও তেমন খেলার কথা জানালেন।
দুদিন আগে কলম্বিয়া ম্যাচ নিয়ে মার্টিনেজ বলেছেন, ‘মাঠ আমাদের বা তাদের কাউকেই সাহায্য করেনি। কঠিন একটা ম্যাচ ছিল আমাদের জন্য। তারা বেশ উজ্জ্বীবিত ছিল এবং আমরাও, এজন্য আমরা ম্যাচে তাদের বিপক্ষে ভালো করতে পেরেছি।’
‘আমরা যাদের সাথেই খেলি না কেন আমাদের মানসিকতা একই থাকে। এই দলটি একসাথে এগোতে চায় এবং সাফল্য অর্জন করতে চায়। এমন মুহুর্তের জন্য আমরা গর্বিত।’
ব্রাজিলের বিপক্ষে বুধবার নামবে আর্জেন্টিনা। ম্যাচ নিয়ে মার্টিনেজ বললেন, ‘পেরু-বলিভিয়ার বিপক্ষে আমরা যেভাবে খেলি, ব্রাজিলের বিপক্ষেও আমরা একইভাবে খেলব। তাদের বিপক্ষে আমাদের একইরকম সম্মান ও দায়িত্ব থাকবে।’
আগামী বুধবার আর্জেন্টিনার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে ব্রাজিল। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লাতিন টেবিলে শীর্ষে থেকে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে আর্জেন্টিনা। ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তিনে ব্রাজিল।









