২০২৬ বিশ্বকাপ ঘিরে চলছে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের দৌড়। নভেম্বরে ফিফা উইন্ডোতে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
লাতিন অঞ্চলে বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট টেবিলে শীর্ষ ধরে রাখার লক্ষ্যে লিওনেল মেসিরা অতিথ্য নেবেন প্যারাগুয়ের। বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৫টায় মাঠের লড়াইয়ে নামবে লিওনেল স্কালোনির দল। প্যারাগুয়ের আসুনসিওনের ডিফেন্সরস দেল চাকো স্টেডিয়ামে হবে ম্যাচ।
২০ নভেম্বর ঘরের মাঠে বাংলাদেশ সময় ভোর ৬টায় বছরে নিজেদের শেষ ম্যাচে পেরুর মুখোমুখি হবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও বর্তমান চ্যাম্পিয়ন আলবিসেলেস্তে দলটি।
২০২৬ বিশ্বকাপের জন্য লাতিন অঞ্চলের বাছাইপর্বে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। এই দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পেলে পরের বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে মেসিবাহিনী।
১০ ম্যাচ করে খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে কলম্বিয়া। ১৬ পয়েন্ট করে নিয়ে গোল ব্যবধানে এগিয়ে তিনে উরুগুয়ে ও চারে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।









