ইতালির বিপক্ষে ফিনালিস্সিমার শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে আর্জেন্টিনার ফুটবলাররা বাঁধভাঙা উদযাপনে মেতেছিলেন। কোপা আমেরিকা জয়ের একবছরের কম সময়ের ব্যবধানে আরেকটি ট্রফি জয়ে অতি উল্লসিত ছিলেন মেসি-ডি মারিয়ারা।
ম্যাচের পর ড্রেসিংরুমে খেলোয়াড়রা একটি গান গেয়ে ফিনালিস্সিমা জয়ের উদযাপন করেছিলেন। গানের কথাগুলো ব্রাজিলিয়ানদের জন্য ছিল অপমানজনক!
১৯৫০ বিশ্বকাপে মারাকানায় উরুগুয়ের বিপক্ষে ফাইনালে হেরেছিল ব্রাজিল। যেটি ফুটবল ইতিহাসে মারাকানা ট্র্যাজেডি নামে পরিচিত। সেই ঘটনার উপর ভিত্তি করেই লেখা হয়েছিল ওই গানটি। যা আবারও সামনে এনেছেন মেসির সতীর্থরা।
খানিকটা পরিবর্তন করে গাওয়া গানের ভেতরকার কথাগুলো ছিল এমন- ‘মেসি তাদের সকলের উপর শাসন চালায়। যা পুরো ব্রাজিলের উপর প্রস্রাব করার জন্য যথেষ্ট।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরে সেই গানের ভিডিও ভাইরাল হয়ে যায়।
বিষয়টিকে মোটেও স্বাভাবিকভাবে নেননি নেইমার। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে করা এক কমেন্টে ট্রল করে লিখেছেন, ‘তারা বিশ্বকাপ জিতে গেল নাকি?’
ফুটবল বিশ্বে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বীতা শুধু মাঠের খেলাতেই নয়, বাইরেও থাকে এর প্রভাব। ফুটবলার থেকে শুরু করে সাধারণ সমর্থকদের মাঝে বিরাজ করে উত্তাপ, চলে তর্ক, ট্রল ও খুনসুটি।
চলতি বছর কাতার বিশ্বকাপের আগে ব্রাজিল-আর্জেন্টিনার সেই পুরনো উত্তাপ যেন আবারো ছড়াতে শুরু করেছে। আলবিসেলেস্তেদের উদযাপনে ব্রাজিলকে কটাক্ষ করে গাওয়া গান ও তার প্রেক্ষিতে নেইমারের ছুঁড়ে দেয়া প্রশ্ন তুলেছে নতুন ঝড়।







