কলম্বিয়ায় মেয়েদের অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছে ব্রাজিলের মেয়েরা। সেলেসাওরা আফ্রিকার দেশ ক্যামেরুনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও জার্মানির কাছে বড় হারে আসর থেকে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনা মেয়েদের।
শুক্রবার ক্যামেরুনকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের শেষ আট নিশ্চিত করে ব্রাজিলের মেয়েরা। কোয়ার্টার ফাইনালে দলটি প্রতিপক্ষ হিসেবে পেয়েছে নর্থ কোরিয়াকে। অপরদিকে আর্জেন্টিনা জার্মানির কাছে হেরেছে ৫-১ গোলে। এ জয়ে জার্মানির প্রতিপক্ষ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেয়েরা।
শেষ ষোলোর লড়াই পার করে আটে উঠা আটটি দল হল-ব্রাজিল-নর্থ কোরিয়া, নেদারল্যান্ডস-স্বাগতিক কলম্বিয়া, জাপান-স্পেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি। ১৬ সেপ্টেম্বর এক দিনে ভিন্ন ভিন্ন সময়ে আসরের চারটি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে।
১৯ সেপ্টেম্বর সেমিফাইনাল হয়ে ২৩ সেপ্টেম্বর ফাইনালের মাধ্যমে আসরের পর্দা নামবে।









