মেক্সিকোর বিপক্ষে খেলার প্রায় শেষ মিনিটে দারুণ এক গোলে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন ১৭ বর্ষী ‘ওয়ান্ডার কিড’ এন্ড্রিক। অভিষেকের পর টানা তিন ম্যাচে গোলের দেখা পেলেন ব্রাজিলের নতুন তারকা। তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা।
অনেকেই এন্ড্রিককে ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী কিংবদন্তি পেলের সাথে তুলনা শুরু করেছেন। পেলের পর ব্রাজিলের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় এন্ড্রিক যিনি শুরুর তিন ম্যাচে তিন গোল করেছেন। অবশ্য এই তুলনা স্বাভাবিকভাবে নেননি এ মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা এন্ড্রিক।
বলেছেন, ‘আপনারা নিজেদের মতো করে গল্প তৈরি করেন। আপনাদের কাহিনী পাগলাটেও। যখন ছোট ছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনেক ভিডিও দেখেছিলাম। আপনারা আমাকে ভিক্টর রোকে, পেলের সাথে তুলনা করছেন। পেলে পেলেই।’
‘আপনাদের এই তুলনা করা উচিত নয়, কারণ সেটা আমার জন্য বিশ্রী। প্রত্যেকের গল্প আলাদা, তারা জানে কোথা থেকে এসেছে, খেলার জন্য তাদের কিসের মধ্য দিয়ে যেতে হবে। এবং আপনারা চাইছেন খেলোয়াড়ের সাথে খেলোয়াড়ের তুলনা করতে। গল্প যেভাবে যাচ্ছে সেভাবে তৈরি করুন।’
এন্ড্রিকের বাবা ডগলাস রামোস বলেছেন, ‘একটি বিষয় আমাকে কিছুটা অপ্রস্তুত করে সেটা হল তুলনা। পেলের সাথে এন্ড্রিকের তুলনা করার কোনো সুযোগই নেই। এন্ড্রিক নিজেই বলেছে, সে যেটা করছে সেটার জন্যই সেভাবে পরিচিত হতে চায়।’









