তৃতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন ব্রাজিলের ওয়ান্ডার বয় এনড্রিক। ইংল্যান্ডের ঘরের মাটিতে তাদের হারিয়ে দারুণ ক্যারিয়ার শুরু করেছেন ১৭ বর্ষী তারকা। পূর্ণ শক্তির ব্রাজিল দল ছাড়া স্বাগতিকদের বিপক্ষে জয়ে মুগ্ধ দলটির কোচ ডোরিভাল জুনিয়র। মাঠে ঠিক এ আচরণটাই ধরে রাখতে পারলে ব্রাজিলের এমনকি বিশ্ব ফুটবলের বড় তারকা হবেন বলে স্বপ্ন দেখছেন সেলেসাও কোচ ।
১৭ বছর ২৪৬ দিন বয়সে ওয়েম্বলিতে সর্বকনিষ্ঠ গোল-স্কোরার হওয়ার পর এনড্রিককে নিয়ে ব্রাজিলের কোচ ডোরিভাল বলেছেন, ‘এ ম্যাচে যে মনোভাব সে দেখিয়েছে, সেটা যদি ধরে রাখতে পারে। তাহলে সে ব্রাজিল ফুটবলের একজন গুরুত্বপূর্ণ এমনকি বিশ্ব ফুটবলের একটি গুরুত্বপূর্ণ নামে পরিণত হবে।’
এনড্রিকের এমন পারফরম্যান্স দেখে ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল বলেছেন, ‘আমার মনে হচ্ছে তার মধ্যে কিছুটা রোমারিও পেয়েছি। যেভাবে সে বল টেনে নিয়ে যায় এবং তার মুখে যে উচ্ছ্বাস, অসাধারণ।’
নেইমার, অ্যালিসন বেকার ও এডেরসন, ক্যাসেমিরো, এডের মিলিতাওদের ছাড়া খেলতে নামা প্রসঙ্গে ব্রাজিল কোচ বলেছেন, ‘এই খেলোয়াড়দের প্রতি আমার অনেক বিশ্বাস রয়েছে। এ দল থেকে আমি অনেক কিছু আশা করছি, একই সাথে আমরা কি করে সামনে এগিয়ে যেতে পারি সেটাও দেখিয়েছে তারা।’
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ব্রাজিল পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে স্পেনের বিপক্ষে। ম্যাচটি হবে মঙ্গলবার, স্পেনের মাদ্রিদে।







