শেষবার ব্রাজিল ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলেছিল ২০০২ বিশ্বকাপে। জাপান ও সাউথ কোরিয়ার যৌথ আয়োজনের বিশ্বকাপটি জিতেছিল ব্রাজিল সর্বোচ্চ পঞ্চমবারের মতো। এরপরে লাতিন আমেরিকার দেশটি কখনো খেলতে পারেনি বিশ্বকাপের ফাইনালে। ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি চাচ্ছেন দুই যুগ ফাইনাল খেলতে না পারা সাম্বা ফুটবলের দেশটিকে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে নিয়ে যেতে।
চলতি বছরের মে মাসে সেলেসাওদের দায়িত্ব নেন আনচেলত্তি। ইউরোপে সবচেয়ে বেশি ২৯ বার শিরোপা জিতেছেন অভিজ্ঞ এই কোচ। সর্বশেষ রিয়ালকে জিতিয়ে এসেছেন চ্যাম্পিয়ন্স লিগ। ‘ব্রাজিলকে ২৪ বছর পর বিশ্বকাপ জেতাতে পারলে তা সত্যিই রোমাঞ্চকর হবে’ বলছেন আনচেলত্তি।
আনচেলত্তি বলেছেন, ‘আমি জানি ব্রাজিলে ফুটবলের আবেগ সম্পর্কে। কিন্তু এখানে ফুটবলের সাথে সম্পৃক্ত থাকা অন্যরকম ব্যাপার। যখন ব্রাজিল ফুটবলর দল খেলে পুরো দেশ থেমে যায়। আমার অধীনে তারা ফাইনাল খেললে তা সত্যিই অসাধারণ কিছু হবে।’
ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর এই অভিজ্ঞ কোচ বলেছিলেন, ‘ব্রাজিল জাতীয় দলের কোচিং করানো ঐতিহাসিক কিছু। যে সুযোগটি আমার কাছে আসার পরে হাতছাড়া করিনি।’
রিয়াল মাদ্রিদকে ১৫ শিরোপা জেতানো আনচেলত্তির অধীনে এ পর্যন্ত ৬ ম্যাচ খেলেছে ব্রাজিল। ড্র দিয়ে আনচেলত্তির ব্রাজিল যাত্রা শুরু হলেও ৩ ম্যাচে পেয়েছেন জয়। ২টিতে ম্যাচ হেরেছে ব্রাজিল।









