কঠিন সময় কাটাচ্ছেন ব্র্যাড পিট। আইনি লড়াইয়ে এগিয়ে গেলেও সন্তানদের সঙ্গে সম্পর্কের আরও অবনতি হয়েছে অভিনেতার। সন্তানরা তাদের বাবার পদবী বাদ দিয়েছেন নাম থেকে। কঠিন এই পরিস্থিতিতে অভিনেতার পাশে আছেন প্রেমিকা ইনেস দি রামোন।
অভিনেতার কাছের এক সূত্র গণমাধ্যমকে জানিয়েছেন, সন্তানদের সঙ্গে কোনো সম্পর্কই নেই ব্র্যাড পিটের। কিন্তু ইনেস এসময়ে তার ভরসা হয়ে পাশে আছেন। তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।
সূত্র আরও জানিয়েছেন, বয়সে ২৬ বছরের পার্থক্য থাকলেও ইনেসের সঙ্গে পিটের বোঝাপড়া ভালো। ফেব্রুয়ারি থেকে তারা একসঙ্গে থাকছেন। তারা পরিবার বড় করার কথা ভাবছেন।
৬০ বছর বয়সী ব্র্যাড পিটের প্রেমিকা ৩৪ বছর বয়সী ইনেস দি রামোন পেশায় জুয়েলারি ডিজাইনার। ২০২২-র সেপ্টেম্বরে এক ইভেন্টে একসঙ্গে হাজির থেকে সম্পর্কের বিষয়ে সিলমোহর দিয়েছিলেন দু’জনেই। গত ডিসেম্বর মাসেই ‘ফাইট ক্লাব’-এর অভিনেতার ৬০ বছরের জন্মদিন পালনেও একসঙ্গে ছুটি কাটাতে দেখা গিয়েছে দু’ জনকে।
হলিউড তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি আর ব্র্যাড পিটের প্রথম সন্তান শিলোহ নোভ্যাল জোলি পিট সম্প্রতি নিজের নাম থেকে বাবা ব্র্যাড পিটের নাম মুছতে লিখিত আবেদন জানিয়েছেন। বাবার পদবি বাদ দেওয়ার জন্য গত ২৭ মে ১৮তম জন্মদিনে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে আবেদন করেন তিনি। শুধু শিলোহই নন, ব্র্যাডের পদবি ব্যবহার করেন না জাহারা ও ভিভিয়েন নামে তাদের অন্য দুই মেয়েও।
সূত্র: মারকা









