চ্যাম্পিয়ন্স ট্রফিতে ক্যারিয়ারসেরা ফিগারের দেখা পেয়েছেন নিউজিল্যান্ড অফস্পিনার মাইকেল ব্রেসওয়েল। বাংলাদেশের বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট তার ক্যারিয়ারসেরা বোলিং। বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের চারজন ফিরেছেন তার ঘূর্ণিতে। আরও বেশকিছু রেকর্ডে নাম লিখিয়েছেন কিউই স্পিনার।
বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ২০০০ সালের পর প্রথম কিউই বোলার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে ৪ উইকেটের দেখা পেয়েছেন ব্রেসওয়েল। ২৫ বছর আগে পল ওয়াইসম্যান নাইরোবিতে সবশেষ চার উইকেটের দেখা পেয়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
মাইকেল ব্রেসওয়েলের ঝুলিতে আরেকটি রেকর্ড জমেছে। নিউজিল্যান্ডের দ্বিতীয় স্পিন বোলার হিসেবে ২৭ ওভারের মধ্যে নিজের ১০ ওভার শেষ করেছেন। এ রেকর্ডে তার আগে আছেন বাঁহাতি স্পিনার ড্যানিয়েল ভেট্টরি। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনিংসের ২৫ ওভারের মধ্যে নিজের ১০ ওভার শেষ করেছিলেন তিনি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪২ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৩ রান তুলেছে বাংলাদেশ। অপরাজিত আছেন জাকের আলী অনিক ৪০ বলে ২৫ ও রিশাদ হোসেন ২২ বলে ২৪ রানে।








