প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তাদের জন্য স্মার্ট ফার্মার্স কার্ড চালু করলো ব্র্যাক ব্যাংক। এতে কার্ডধারীরা পশুর হাটে জাল টাকার ফাঁদ থেকে সুরক্ষিত থাকবেন, কমবে নগদ অর্থ লেন- দেনের ঝুঁকি, সর্বোপরি ক্যাশলেস বাংলাদেশের যাত্রা সহজ হবে। কার্ডটি উদ্বোধন করে মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী বলেছেন, খামারীদের কাছ থেকে যেন কোন গোপন মাশুল কাটা না হয়। আগামী ৩ বছর ডেবিট এবং ক্রেডিট কার্ডের বিপরীতে বার্ষিক ফি নেওয়া হবেনা বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।






