বিপিএলের একাদশ আসরের ড্রাফটে প্রথম খেলোয়াড় বেছে নেয়ার সুযোগ পায় নতুন দল দুর্বার রাজশাহী। পেসার তাসকিন আহমেদকে তারা অন্তর্ভুক্ত করে। ঢাকা ক্যাপিটালস প্রথম ডাকে লিটন কুমার দাসকে দলে নেয়।
প্রথম কলে দল না পেলেও দ্বিতীয় দফায় জাতীয় দল অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়েছে ফরচুন বরিশাল।
আগের আসরের মতোই ফরচুন বরিশাল জার্সিতে বিপিএল মাতাতে দেখা যাবে তিন পাণ্ডব তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তামিম-মুশফিককে ধরে রাখার পর ড্রাফট থেকে তারা সদ্যই আন্তর্জাতিক টি-টুয়েন্টিকে বিদায় বলা মাহমুদউল্লাহকে ডেকে নিয়েছে, দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন।
আগের ঠিকানা সিলেট স্ট্রাইকার্স বিপিএলের সফলতম অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়েছে। সৌম্য সরকার এবার খেলবেন রংপুর রাইডার্সে।
বরিশাল সরাসরি চুক্তিতে দলে নেয় হার্ডহিটার ব্যাটার তাওহীদ হৃদয়কে। ‘বি’ ক্যাটাগরি থেকে ফ্র্যাঞ্চাইজিটি নিয়েছে বাঁহাতি স্পিনার তানভির ইসলামকে।
এছাড়া চিটাগাং কিংস দলে নেয় শামীম হোসেন পাটোয়ারিকে। খুলনা টাইগার্স হাসান মাহমুদ, রংপুর রাইডার্স নাহিদ রানা, সিলেট স্ট্রাইকার্স রনি তালুকদারকে। নিয়েছে।









