বিপিএলে সদ্যগত আসর থেকে বিদায় নেয়ার আগে ও পরে পারিশ্রমিক পরিশোধ না করা, বিদেশিদের ফেরার টিকিট না দেয়াসহ বেশ কিছু বিতর্কে জড়িয়েছে দুর্বার রাজশাহী। হস্তক্ষেপ করতে হয় বিসিবি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে। দলটির পক্ষে জানানো হল, স্থানীয় সকল খেলোয়াড়ের ৭৫ শতাংশ পারিশ্রমিক শোধ করা হয়েছে।
শুক্রবার দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘বৃহস্পতিবার দেশীয় খেলোয়াড়দের পারিশ্রমিকের ৭৫ শতাংশ পরিশোধ করা হয়েছে। এটা দলটির পারিশ্রমিক পরিশোধের তৃতীয় পর্যায়। বিসিবির নির্দেশনা অনুযায়ী চতুর্থ ধাপে শেষ পর্যায়ের পারিশ্রমিক পরিশোধ করা হবে ৮ মার্চের মধ্যে।’
ধৈর্য ধরে সমর্থন করার জন্য দলটি সবাইকে ধন্যবাদ জানিয়েছে। খেলোয়াড়দের পারিশ্রমিক পরিশোধ করতে পেরে ফ্র্যাঞ্চাইজিটি বেশ খুশি এবং তারা কথা রেখে বাকি টাকাও পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পারিশ্রমিক জটিলতায় চট্টগ্রাম পর্বে অনুশীলন বয়কট করেছিলেন রাজশাহীর ক্রিকেটাররা। বিসিবি সভাপতি ফারুক আহমেদের হস্তক্ষেপে বিষয়টির প্রাথমিক সমাধান হয়। ২৫ শতাংশ তখন দিলেও চেক বাউন্স হয়ে আবার শিরোনামে আসে দলটির নাম।
এরপর পারিশ্রমিক না পেয়ে মিরপুরে ম্যাচ বয়কট করেছিলেন দলটির বিদেশি ক্রিকেটাররা। বিসিবির বিশেষ অনুমোদনে শুধু দেশিদের নিয়ে ম্যাচটি খেলেছিল তারা। ম্যাচের আগে যদিও দেশিদের চেক দেয়া হয়। সেই চেকও বাউন্স হয় একদিন পর। একইদিনে হোটেলও পরিবর্তন করেছিল দলটি। ওয়েস্টিন ছেড়ে সেরাটনে ওঠে।









