আইপিএল নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ টাকায় মোস্তাফিজুর রহমানকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআইয়ের চাপে টাইগার পেসারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আইপিএল থেকে ছিটকে যাওয়ার পর কেমন আছেন মোস্তাফিজ? ফিজ আছেন ঠিকঠাকই, ছিটকে যাওয়া নিয়ে মোটেও ভাবছেন না।
রোববার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ১ উইকেট নেন ফিজ। সোমবার চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষেও বল হাতে ছন্দে ছিলেন। ৪ ওভারে ৩২ রানে নিয়েছেন ২ উইকেট। আইপিএল থেকে ছিটকে যাওয়ার হাওয়া যেন গায়েই লাগাননি বাঁহাতি পেসার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রামকে ৫ উইকেটে হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল। জানতে চাওয়া হয় মাঠের বাইরে কেমন আছেন মোস্তাফিজ। আশরাফুল জানালেন, চিল মুডেই আছেন ফিজ।
বলেছেন, ‘ও একদমই চিল মুডে আছে। ও এগুলো নিয়ে একদমই চিন্তিত না। এখন এখানে খেলছে রংপুর রাইডার্সের হয়ে, এটা নিয়েই ভাবছে কেবল। এটার পরে আবার যে অ্যাসাইনমেন্ট আসবে সেটা নিয়ে ভাববে। ডিফারেন্ট লেভেলের একজন মানুষ।’
রোববার রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহানও জানিয়েছিলেন বিন্দাস আছেন মোস্তাফিজ। বলেছিলেন, ‘ও বিন্দাস আছে। তবে আমার কাছে মনে হয়, খারাপ লাগা থাকতেই পারে। কারণ যেটা ডিজার্ভ করে, আগেও আরও বেশি ডিজার্ভ করত। ওই জায়গা থেকে খারাপ লাগা থাকতে পারে, তবে আমার কাছে মনে হয় ও একদম ঠিক আছে।’









