বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় মঙ্গলবার হয়েছে দিনব্যাপি মিডিয়া ওয়ার্কশপ। সেখানে উপস্থিত হয়েছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। পরে সংবাদমাধ্যমে কথা বলেন বিসিবি সভাপতি যেখান জানান এ বিপিএলের মাধ্যমেই বিশ্বকাপের প্রস্তুতি হবে বাংলাদেশের।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি বুলবুর বলেন, ‘এটা (বিপিএল) আমার জন্য একেবারে একটা নতুন ইভেন্ট। কেননা এটা ১২তম বিপিএল। কখনো আমি কোচের ভূমিকায় যাইনি বা কোন কর্মকর্তা বা কোন দায়িত্ব ছিল না আমার কখনও। সুতরাং প্রতিদিন শিখছি এবং এই খেলাটা রক্ষা করার জন্য, ভালো ক্রিকেট উপহার দেয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি সেগুলো থেকে শিখছি।’
‘তবে এটা ঠিক যে, দুটো লক্ষ্য এবার বিপিএলের। একটা হচ্ছে সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল করা। সাথে সাথে আপনারা জানেন যে বিপিএল এর পরেই আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সেটার জন্য আমরা সরাসরি প্রস্তুতি না হলেও এই সংস্করণের প্রস্তুতিটা আমরা নিতে পারবো।’
দেশের সার্বিক নিরাপত্তা নিয়ে শঙ্কা, সেখানে বিপিএল নিয়ে আপনারা কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন এমন প্রশ্নে এ বোর্ড কর্তা বলেন, ‘আমাদের কাজ হচ্ছে খেলা পরিচালনা করা। আমাদের কাজ হচ্ছে খেলাটাকে খেলার মাঠে সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি। এজন্য আমাদের অনেক অংশীজন আছে।’
‘আমাদের আইন প্রয়োগকারী যে সংস্থাগুলো আছে তাদের অবদান, কাজকে শ্রদ্ধার সাথে দেখছি এবং তাদের নির্দেশনা আমরা অনুসরণ করছি। অবস্থা অনুযায়ী আমরা ওই নির্দেশনা অনুসরণ করে কাজ করবো। তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি।’









